ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে গরম সীসায় দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
কামরাঙ্গীরচরে গরম সীসায় দগ্ধ ৩

ঢাকা: কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট এলাকায় একটি ব্যাটারি তৈরি কারখানায় গলিত গরম সিসা শরীরে পড়ে দগ্ধ হয়েছেন সেখানকার ৩ কর্মচারী। তবে তারা আশঙ্কামুক্ত।

সোমবার (২৪ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে কোম্পানিঘাট বেড়িবাঁধ এলাকায় পান্না ব্যাটারি ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- আবুল হোসেন (৪০), তোফাজ্জল হোসেন (২৮) ও সাইফুল ইসলাম (২৪)।

জানা গেছে, দগ্ধরা তিনজনই পান্না ব্যাটারি কারখানার শ্রমিক। বিকেলে কারখানায় ব্রয়লারে সিসা গলানোর কাজ করছিলেন তারা। হঠাৎ ব্রয়লারের ওপরে লাগানো বৈদ্যুতিক মোটর যান্ত্রিকত্রুটির কারণে বিস্ফোরিত হয়ে সেটির ভেতরে পড়ে যায়। এ সময় ব্রয়লারে থাকা গরম সীসা ছিটকে চারপাশে পড়ে। তখন আবুল হোসেন, তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম দগ্ধ হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়।

ঘটনার পরপরই তাদের কারখানা থেকে নিয়ে এসে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন সহকর্মীরা।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আবুল হোসেনের দুই হাতসহ শরীরের কিছু জায়গায় দগ্ধ হয়েছে। বাকি দুজনের শরীরে সামান্য জ্বলে গেছে। তিনজনই এখন পর্যবেক্ষণে আছেন। সবাই আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইনচার্জ) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।