ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
কেন্দুয়ায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ছবি : প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় আলী আশরাফ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এ দণ্ড দেন।



দণ্ডপ্রাপ্ত আলী আশরাফ উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের আলী উসমানের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ২০০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আলী আশরাফকে আটক করা হয়। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ড দেন।

কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।