ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজনৈতিক সহিংসতা রোধে পুলিশকে কঠোর হতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রাজনৈতিক সহিংসতা রোধে পুলিশকে কঠোর হতে হবে

রংপুর: দেশের চলমান রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক হুমায়ুন কবীর।

মঙ্গলবার (১৩ জানুযারি) সকালে উপ-মহাপরিদর্শকের সম্মেলেন কক্ষে রংপুর বিভাগের পুলিশ কর্মকর্তাদের মাসিক সভায় বিভাগের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



হুমায়ুন কবীর বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো দলই যেন নাশকতা ও সহিংসতা করতে না পারে সেজন্য পুলিশকে আরও সজাগ হতে হবে।

রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিচরণ বেড়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, এসব কঠোর হাতে দমন করতে হবে। নিজেদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই পুলিশকে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্সে আনতে হবে।

এ সময় তিনি মাঠ পর্যায়ে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবানও জানান।

গত ডিসেম্বর মাসের পুলিশের কার্যক্রমের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের এ পুরস্কার দেওয়া  হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, দিনাজপুর বিরল থানার নাহিদ হাসান শ্রেষ্ঠ কনস্টেবল, রংপুর কোতয়ালি থানার মো. সেলিম রেজা চৌকষ সহকারী উপপরিদর্শক, লালমনিরহাট সদর ট্রাফিকের স্বজল কুমার বকসী শ্রেষ্ঠ সার্জেন্ট, পঞ্চগড় সদর কোর্টের সহকারী উপপরিদর্শক সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ কোর্ট অফিসার, রংপুর কোতয়ালি থানার মো. হোসেন আলী চৌকষ উপপরিদর্শক, দিনাজপুর কোতয়ালি থানার উপপরিদর্শক শ্রী দীপন্দ্রেনাথ সিংহ শ্রেষ্ঠ উদ্ধারকারী, পঞ্চগড় ডিএসবির উপপরিদর্শক মো. আশরাফুজ্জামান শ্রেষ্ঠ ডিএসবি কর্মকর্তা, নীলফামারীর ডিমলা থানার উপপরিদর্শক মো. আব্দুল লতিফ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, দিনাজপুর কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক এ.কে.এম খালেকুজ্জামান পিপিএম শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা, রংপুর এ-সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হুমায়ূন কবীর শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার এবং দিনাজপুরের মো. রুহুল আমিন শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে পুরস্কার পেয়েছেন।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।