ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরানা পল্টনে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
পুরানা পল্টনে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের ওরিয়েন্টাল ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



র‌্যাব -৩ এর অপারেশন অফিসার এএসপি মো, সাইফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পল্টনের ৬৯/১ ওরিয়েন্টাল ট্রেড সেন্টারের একটি বাসায় অভিযান চালিয়ে ৮টি ভিওআইপ মেশিন, ৩ হাজার ৫২৫ সিম, তিনটি সিপিইউ, দুটি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।

বাংলাদেম সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।