ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ প্লাটুন বিজিবি মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিএমপির চিঠি

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
১০ প্লাটুন বিজিবি মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিএমপির চিঠি

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকাবাসীর জানমাল নিরাপত্তায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির কমিশনারের কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিবি মোতায়নের চাহিদাপত্রটি পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, জনগণের জানমাল নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়নের অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্ট্র সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়ার পর বিজিবিকে প্রয়োজনী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বাংলানি‌উজকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবি মোতায়ন করা হচ্ছে।  

তিনি বলেন, দু’দফায় ১৫/২০ প্লাটুন বিজিবি ডিএমপি এলাকায় মোতায়ন রাখা হচ্ছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি সদস্য ‘স্ট্যান্ড বাই ’ রাখা হয়েছে। যেকোনো প্রয়োজনে তাদেরকেও মাঠে নামানো হবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।