ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চের সংঘর্ষের কারণ তদন্তে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
লঞ্চের সংঘর্ষের কারণ তদন্তে কমিটি

ঢাকা: চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার চার সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।



সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রকৌশলী শাহারিয়ার হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাঈনউদ্দিন হাসান, বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (বন্দর ও পরিবহন) মোবারক হোসেন এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের পদির্শক হাবিবুর রহমান।

তদন্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পেশ করবে।      

সোমবার রাতে ঢাকা হতে বরিশাল অভিমুখী যাত্রীবাহী নৌযান এমভি পারাবত-৯ (এম-৭৪৮৩) এবং বরিশাল হতে ঢাকা অভিমুখী এমভি সুন্দরবন-৮ (এম-৭০০২) এর মধ্যে সংঘর্ষে সুন্দরবন-৮ নৌযানের তিন যাত্রী নিহত হন।  

এর আগে বিআইডব্লিউটিএ লঞ্চ দু’টির সার্ভে, রেজিস্ট্রেশন সনদ ও মাস্টারদের সনদ স্থগিত করে।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।