ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার গাবতলীর নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাবতলী টাগারপাড় এলাকার পরিবহন নেতা জিলানীর ছেলে রফিক ও উজ্জলের সঙ্গে একই এলাকার শাহীন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোকজন ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে।

সংঘর্ষের সময় শাহাবুদ্দিন ও কাইউম নামে দুজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত দুজনকে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইট পাটকেল নিক্ষেপে আহত হয় আরো ১০ জন।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান জানান, ঘটনাস্থল থেকে গুলির দুইটি খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিলানীর ছেলে রফিকবাহিনী এ তাণ্ডব চালিয়েছে।

বাংলাদেশ সময় : ০৩০৫ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।