সাভার(ঢাকা) : সাভারের আশুলিয়ায় বাস চাপায় চাঁদনী (৯) নামে শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার মা হোসনে আরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগামী একটি বাসা রাস্তা পারাপারের সময় মা ও মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেয়ে চাঁদনী (৯) মারা যায়। গুরুতর আহত হন তার মা হোসনে আরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময় : ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫