পাবনা: পাবনার বেড়া বাজারে একটি পাটের গুদাম ও তেলের মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে বেড়া বাজারের পাটপট্টিতে এ ঘটনা ঘটে।
বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বেড়া বাজারের পাটপট্টির বাদশা মোল্লার পাটের গুদামে আগুন লাগে। আগুন দ্রুত পাশের ইকবাল হোসেন পাপ্পুর তেল মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দেড় হাজার মণ পাট, শতাধিক মণ সরিষা ও ১৭ ব্যারেল তেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
তেল মিলের মালিক ইকবাল হোসেন পাপ্পু অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত তার মিলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।
বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫