পাবনা: পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রামে বোমা বানানোর সময় বিস্ফোরণে দগ্ধ মনিরুল মন্ডল (৩৫) মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ধর্মগ্রামের জনৈক রুবেল হোসেনের মাছের খামারে বোমা বানাচ্ছিলেন মনিরুল ও রশিদুলসহ আরো কয়েকজন। হঠাৎ বোমাটি বিস্ফোরিত হলে মনিরুলের ডান হাতের কবজি এবং বাম হাতের চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা মনিরুল ও রশিদুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মনিরুল মারা যান।
আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে রশিদুল ইসলামসহ চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির উপাদান গান পাউডার উদ্ধার করে।
পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, মনিরুল ও রশিদুল দুজনেই চরমপন্থি দলের সদস্য। নাশকতার উদ্দেশ্যে তারা বোমা বানাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫