ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাকে পেট্রোল বোমায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বরিশালে ট্রাকে পেট্রোল বোমায় নিহত ৩ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদীতে ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকের চালক, হেল্পার ও একজন লেবার।

তবে তাৎক্ষিণভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫৯৩২৬) পোল্ট্রি ফিড নিয়ে মাদারীপুরের দিক থেকে বরিশাল আসছিলো। পথে গৌরনদীর বাটাজোর বাজারের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা মারেন। এতে ট্রাকের চালক, হেল্পার ও একজন লেবার মারা যান।

বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহেশান উল্লাহও এ তথ্য নিশ্চত করেন।

বাংলাদেশ সময় : ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/আপডেটেড : ৮২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।