রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চালবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় ট্রাকটিতে হামলা করে দুর্বৃত্তরা।
আহত ট্রাক চালক বাদশা মিয়া (৪০) ও হেলাল মিয়াকে (৩৮) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চাঁন টেক্সটাইল এলাকায় একটি চালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো: ট ১৪-৩০২৯) পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।
পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হন ট্রাকচালক ও হেলপার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫