ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে এমপির বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে এমপির বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় তার বাড়ির জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে কে বা কারা শহরের পাঠানাপাড়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের বাসায় পেছন দিক থেকে দু’টি ককটেল ছুড়ে মারে। এ সময় বাড়ির জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।  

এ সময় তিনি বা তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। বাসায় একজন নৈশপ্রহরী থাকলেও ককটেল বিস্ফোরণের পর তিনি পালিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কে বা কারা আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে বাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।