ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সাংসদের নেতৃত্বে মহাসড়ক নিরাপত্তা কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ধামরাইয়ে সাংসদের নেতৃত্বে মহাসড়ক নিরাপত্তা কমিটি

সাভার (ঢাকা):  বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের নামে চালানো সহিংসতা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তা কমিটি গঠন করেছেন ধামরাইয়ের সাংসদ ‌আব্দুল মালেক।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাত রাত ৪টার দিকে এ মহাসড়কের জয়পুরা এলাকায় স্থানীয় একটি সিএনজি স্টেশনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গঠিত এ নিরাপত্তা কমিটির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।



এ সময় আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, বিএনপির পেট্রোল বোমা হামলা ও যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা মোকাবেলায় আজ (শনিবার) থেকে ঢাকা-আরিচার মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাহারা দেবেন। যে কোনো মূল্যে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।

তিনি নাশকতার মাধ্যমে মানুষ হত্যায় দায়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেপ্তারও দাবি করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।