ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মঘটে অচল ওসমানী মেডিকেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ধর্মঘটে অচল ওসমানী মেডিকেল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রী হোস্টেলে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে ধর্মঘট পালন করছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। ফলে চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।



শনিবার সকাল ৯টা থেকে ধর্মঘট শুরু হয়। ফলে কার্যত অচল হয়ে পড়েছে সিলেটের সবচেয়ে বড় এ সরকারি হাসপাতাল। শুধু জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ছাত্রীদের ইন্টার্নি হোস্টেলে বহিরাগতরা ঢুকে হামলার চেষ্টা করে। চিকিৎসকরা প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর প্রতিবাদে ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা।

কয়েকজন ইন্টার্ন চিকিৎসক বাংলানিউজকে জানান, ছাত্রী হোস্টেলে বহিরাগতদের এরকম হামলার চেষ্টা অতীতেও হয়েছে। বহিরাগতরা ঢুকে প্রায় সময় চুরি করে মূল্যবান মালামালও নিয়ে যায়।

তাদের দাবি, বার বার হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালামকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।