ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও আমাদের সময় ডটকমের বার্তা সম্পাদক খান মোহাম্মদ সালেকের মা বেগম মনোয়ারা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কিডনিজনিত জটিলতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মারা যান।
টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ার কাকলী কুঞ্জের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে রাতে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে আলহাজ বেগম মনোয়ারা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫