ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অটোরিকশায় আগুন-ভাঙচুর, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
নোয়াখালীতে অটোরিকশায় আগুন-ভাঙচুর, আটক ৬ ফাইল ফটো

নোয়াখালী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে নোয়াখালীতে কয়েকটি যানবাহন ভাঙচুর ও সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।

অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার প্রাইভেটকার চালক মো. আবু তৈয়ব (৪৫) ও তার সহকারী আহত হয়েছেন।



শুক্রবার রাত (৬ ফেব্রুয়ারি) থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।

অপরদিকে, রাত দেড়টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের শাকতলা এলাকার সোনাপুর-রামগঞ্জ সড়কে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার, দু’টি ট্রাক, চাটখিল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ও দু’টি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। এসময় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে ওই দু’জন আহত হন। আহতদের মধ্যে চালক আবু তৈয়বকে গুরুতর অবস্থায় বজরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, অবরোধকে ঘিরে সহিংসতা এড়াতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।   

এদিকে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির একজন, জামায়াতের একজন ও শিবিরের চারজন কর্মী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।