ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ২ যুবকের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শেরপুরে ২ যুবকের কারাদণ্ড

শেরপুর (বগুড়া): মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে বগুড়ার শেরপুর উপজেলায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সরোয়ার জাহান এ আদেশ দেন।

 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরশহরের উত্তর সাহাপাড়ার হরমুজ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫) ও কুসুম্বী ইউনিয়নের তাঁতড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মতিন (৩১)।
 
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে নিজ এলাকায় গাঁজা সেবন ও জুয়া খেলা সময় দুই যুবককে আটক করে পুলিশ।  
 
পরে, ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে অপরাধ স্বীকার করলে মাদকসেবী নজরুল ইসলামকে ছয় মাসের ও জুয়াড়ি আব্দুল মতিনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।