ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা

দগ্ধ ১৩জনকে রমেক বার্ন ইউনিটে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
দগ্ধ ১৩জনকে রমেক বার্ন ইউনিটে ভর্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: গাইবান্ধায় বাসে পেট্রোল বোমায় দগ্ধদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে তাদের ভর্তি করা হয়।



দগ্ধরা হলেন- বিজয় (১৩), নজরুল (৩৫), সাজু মিয়া (২৫), হায়দার আলী (২৫), জাহাঙ্গীর (৩৪), সুজন মিয়া (৩৫), আবুল কালাম (৪০), মোতাল্লেব (৫০), সোনাভান (৩৫), তারা মিয়া (৪৫), রফিকুল (২৫), আমিনুল (২৬) ও তানজিল।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম বাংলানিউজকে বলেন, দগ্ধদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

এদিকে একই ঘটনায় আহতদের রমেক হাসপাতালের সার্জারি ও অর্থপেটিক বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গাইবান্ধার তুলসীঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে অবরোধ সমর্থকরা।

এতে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। দগ্ধ হন ১৩জন। আর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত জন কমপক্ষে ১৬ যাত্রী।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।