কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শাজাহান প্রামাণিক (৫৫) ও ফরিদা খাতুন (৪৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল জানান, রানাখড়িয়া বালুর ঘাট থেকে বালু নিয়ে একটি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। পথে রানাখড়িয়া গোরস্থানের কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী শাজাহান ও ফরিদা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত হন মৃত শাজাহানের স্ত্রী বানু খাতুন (৪৭) ও ভ্যানচালক। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ভ্যানচালকের নাম জানা যায়নি। তবে ভ্যান যাত্রীরা জেলার দৌলতপুর উপজেলার ললুয়া গ্রামে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫