ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্যারিসে শিক্ষামন্ত্রী

সন্ত্রাস মোকাবেলায় কাজ করতে প্রস্তুত বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সন্ত্রাস মোকাবেলায় কাজ করতে প্রস্তুত বাংলাদেশ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ভেতরে সন্ত্রাসী চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত ইউনেস্কো লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় একথা বলেন।



সংস্থাটির ৭০ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদের বক্তব্যের পর শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন। }

গত সপ্তাহে প্যারিসে ঘৃণ্য হামলায় বহু নিরপরাধ ব্যক্তি নিহত হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। সন্ত্রাসীদের কোনো ধর্ম, বর্ণ ও গোত্র নেই। সন্ত্রাসী ও জঙ্গিরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইউনেস্কোর ভূমিকা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, উগ্র জঙ্গিদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

শিক্ষামন্ত্রী এসময় বাংলাদেশে শিক্ষার প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

গত ৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ৩৮তম অধিবেশনে শিক্ষামন্ত্রীকে ২০১৫-১৭ মেয়াদে ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।