ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদের ফাঁসির রায় কার্যকরে ফরিদপুরে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মুজাহিদের ফাঁসির রায় কার্যকরে ফরিদপুরে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ফাঁসির রায় কার্যকর হওয়ায় উল্লাসিত ফরিদপুরবাসী।


 
ফাঁসির রায় কার্যকরের সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাজ্জাত হোসেন বরকত, আব্দুর রাজ্জাক মোল্যা, সামচুল আলম চৌধুরী, আক্কাস হোসেন, শওকত আলী জাহিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির রায় কার্যকর উপলক্ষে পুরো ফরিদপুর শহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।