ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পার্বতীপুরে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ছবি : প্রতীকী

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে মাসুদ পারভেজ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কের পাশে লক্ষ্মী হোসেনপুর এলাকায় চাঁচেয়া শালবন থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।



তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকবেড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা শহরের জগন্নাথপুর কলেজ পাড়ায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।

পরিবারের লোকজন বাংলানিউজকে জানান, মাসুদ পারভেজ পেশায় একজন দরজি ব্যবসায়ী। নবাবগঞ্জ উপজেলা শহরে প্রিন্স টেইলার্স নামে তার একটি দোকান রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মাসুদ বিরামপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। গভীর রাতেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার খোঁজ খবর শুরু করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে চাঁচেয়া শালবনের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মৃতদেহ দেখে লোকজন মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।