ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

শেরপুর: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে শেরপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের গৃদ্দানারায়ণপুর ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি আগামী ডিসেম্বরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ‘প্যারিস সামিট’-কে সামনে রেখে ‘কার্বন নিঃসরণ বন্ধ কর, মানুষকে রক্ষা কর’ স্লোগানে ‘ক্লাইমেট মার্চ ফর অ্যাকশন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের পক্ষে অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদানের জোড়ালো দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে মূলপ্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী দিলীপ চিরান।

অন্যান্যের মধ্যে প্রধান অতিথি প্রেসক্লাব সেক্রেটারি সাবিহা জামান শাপলা, বিভাগীয় অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. তাহমিদুর রহমান, সুজিত বানোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।