ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীলংকা সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শ্রীলংকা সফর শেষে দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিব

ঢাকা: শ্রীলংকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মেরিটাইম কনফারেন্স ‘গ্যলে ডায়ালগ-২০১৫’ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নৌপ্রধান, নৌ প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষকরা অংশ নেন।

সম্মেলনে পারস্পরিক মেরিটাইম সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও উত্তরণের বিষয়ে গুরুত্বপূর্ণ অলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।