ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৩২ পিস ইয়াবাসহ ইউনুস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, রেলস্টেশনে ইউনুসকে দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার পায়ের অ্যাংলেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ইউনুস বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। ইউনুসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এজেডএস/আরএইচএস/এমজেএফ