মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, সকালে কুয়াশা কমে যাওয়ার পরপরই ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি রো রো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই