ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকটে ঢাকার পাশে থাকার প্রত্যয় ইইউ-জাপানের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
রোহিঙ্গা সংকটে ঢাকার পাশে থাকার প্রত্যয় ইইউ-জাপানের টেকনাফের বালুখালী রোহিঙ্গা শিবির। ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপান।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর (রোববার) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম, জাপানের পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো এবং ইইউ-এর উচ্চ প্রতিনিধি ফেডেরিকা মঘেরিনিকে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

আশা করা যাচ্ছে এর একদিন আগেই উচ্চ প্রতিনিধি দলটি পৃথকভাবে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর যৌথভাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তারা, গত ২৫ আগস্ট থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেছে ইইউ ও জাপান।  

পরিদর্শনকালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে সেখানে নিয়োজিত সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, জাতিসংঘের সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন, যারা রোহিঙ্গা কমিউনিটির উন্নয়নে কাজ করছেন।  

এছাড়া ওইদিন কক্সবাজার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্যে সাক্ষাৎ করবে প্রতিনিধিদলটি।   

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে রাখাসহ তাদের সব ধরনের মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আশ্রয় নেওয়া প্রায় ৬ লাখের বেশি রোহিঙ্গাকে নিরাপদে নিজ দেশে ফেরাতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এতে সোচ্চার হয়েছে পুরো বিশ্ব।  

এদিকে বাংলাদেশে সফর শেষে এএইচ মাহমুদ আলীসহ একসঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করবেন। দেশটির রাজধানীর নাইপিদোতে অনুষ্ঠেয় আসেম-এর ‘১৩তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে’ অংশ নেবেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।