ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘুষ নেওয়ার সময় শিক্ষা অফিসের কর্মচারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ঘুষ নেওয়ার সময় শিক্ষা অফিসের কর্মচারী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মালেককে ঘুষ নেওয়ার সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
 
তিনি বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জের চৌহালির চৌবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামের কাছ থেকে দুপুরে ঘুষ নেওয়ার সময় মালেককে দুদকের বিশেষ টিম আটক করে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক গোলাম মাওলা চৌহালি থানায় বাদী হয়ে মামলা করেছেন।
 
দুদক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বেতন-ভাতার এরিয়ার বিল বাবদ ৪ ল‍াখ টাকার বিল পাশের জন্য শিক্ষা অফিসার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মালেক তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শরিফুল বিষয়টি থানা শিক্ষা অফিসারকে জানালে থানা শিক্ষা অফিসার কোনো ব্যবস্থা না নিয়ে তাকে অফিস সহকারী মালেকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে প্রধান শিক্ষক আবারও মালেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ১০ হাজার টাকা ঘুষ ছাড়া বিল পাশ হবে না বলে জানান। এরপর প্রধান শিক্ষক শরিফুল বিষয়টি দুদককে জানান।
 
 সকাল থেকে কমিশনের বিশেষ টিমের সদস্যরা সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের  কার্যালয়ের চারিদিকে অবস্থান নিয়ে দুপুরে মালেককে আটক করে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।