ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চলছে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
খাগড়াছড়িতে চলছে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: সরকারি কোষাগার থেকে বেতনভাতা ও পেনশনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

খাগড়াছড়ি পৌরসভার সামনে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।


 
কর্মবিরতিতে বক্তব্য দেন-বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার, সদস্য আবু তাহের, আব্বাস উদ্দিন প্রমুখ।  
 
বক্তারা সরকারের কাছে অবিলম্বে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।