ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুন লেগে ৪০ ঘর পুড়ে ছাই, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
রাঙামাটিতে আগুন লেগে ৪০ ঘর পুড়ে ছাই, আহত ৩ রাঙামাটিতে আগুন লেগে ৪০ ঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি শহরের তবলছড়িস্থ বিএডিসি কলোনিতে আগুন লেগে প্রায় ৪০টি  ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় কলোনি থেকে তাড়াহুড়া করে বেরুতে গিয়ে তিন নারী আহত হয়েছেন। আহত নারীদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। পরে কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।