ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লার ‘শীর্ষ সন্ত্রাসী’ মীরু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
ফতুল্লার ‘শীর্ষ সন্ত্রাসী’ মীরু গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী কথিত সেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরুকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (২০ জানুয়ারি) বিকেলে কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, শুনেছি ডিবির একটি টিম মীরুকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী কথিত সেচ্ছাসেবকলীগ নেতা মীরু ছিল ফতুল্লার পাগলার আতঙ্ক। সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।