ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
সড়ক দুর্ঘটনা রোধে ১০ দফা দাবি মানববন্ধন

পঞ্চগড়: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাইপাস সড়ক নির্মাণ, রোড ডিভাইডারসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখা। 

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের শেরে-বাংলা-পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, শ্রমিক সংগঠনের সদস্যরা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক মো. রসুল বক্স মানিক, জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
 
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।