ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুরে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
মহেশপুরে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা মহিদুল ইসলাম (৬৭) ও তার ছেলে আশিকুর রহমানের (১৯) মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার নস্তি বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে আশিকুর রহমান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে জানান, মৃতরা মোটরসাইকেলে মহেশপুর বাজার থেকে শিবানন্দপুরের দিকে যাচ্ছিলেন। তারা নস্তি বাজারে পৌঁছালে বিপরীতগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ছেলে আশিকুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবা মহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান।  

মরদেহ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।