শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
নূরুল মজিদ মাহমুদ বলেন, জাতিকে মেধাশুন্য করতেই ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে স্বাধীনতার আগ পর্যন্ত দেশের প্রতিটি জেলায় হত্যাকাণ্ড চালিয়েছে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি বাহিনী।
শিল্পমন্ত্রী বলেন, ষাটের দশকে বাংলার প্রথিতযশা ব্যক্তি, যাদের ১৪ ডিসেম্বর বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের অনেকেরই লাশ পাওয়া যায়নি।
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য কান্ত প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এসই/এইচজে