ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা পিবিআইতে  বুরহান উদ্দিন মুজাক্কির

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির
গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই নোয়াখালী পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

এদিকে মঙ্গলবার নিহত সাংবাদিক মুজাক্কিরের ব্যবহৃত মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা ও মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরাতে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।  

এর আগে সোমবার পুলিশ ঘটনাস্থল চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে ওইদিনের ঘটনার সময় কারা গুলি করেছে। কাদের গুলিতে সাংবাদিক মুজাক্কির নিহত হয়েছে তা শনাক্ত করার জন্য বাজারের সিসিটিভি ফুটেজ ও সব যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।