ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই অংশের মগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী ওই যুবক চাঁদপুরগামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস আল আরাফাহ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া।

ঘটনাস্থল থেকে তিনি জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।