ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির ধুম!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির ধুম! জাতীয় পতাকা হাতে এক ফেরিওয়ালা। ছবি: বাংলানিউজ

খুলনা: ১৯৭১ সাল দেখিনি। তবে, লাল-সবুজের পতাকা দেখলে হৃদয়ে এক ধরনের আবেগ তৈরি হয়।

এ পতাকার জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। এ পতাকা আমাদের অস্তিত্ব। এ পতাকার জন্য আমরা স্বাধীনভাবে চলাচল করছি। বিজয়ের এই উল্লাসে লাল-সবুজ শুধুমাত্র দুইটি রঙই নয়, এ যেন অনুভূতির আরেক নাম।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর সদর থানা মোড়ে পতাকা কেনার সময় এসব কথা বলেন রোটারিয়ান নাসরিন হক শ্রাবণী।  

এ সময় তার পাশে থাকা লুৎফুর নাহার লাভলী, শামসুন্নাহার লিপি ও পাপিয়া রহমান পারুল বলেন,  পতাকা দেখলে মনে হয় আমরা স্বাধীন জাতি। পতাকা আমাদের অনুভূতির জায়গা। পাক হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় দেশ। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় লাল-সবুজ রঙের জাতীয় পতাকা। এদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে খুলনা মহানগরীতে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অলিগলিতে পতাকা বিক্রি করছেন এক শ্রেণীর মৌসুমি বিক্রেতা। বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায়; এমনকি সাইকেলের সামনে টানানো দেখা যায় লাল-সবুজের পতাকা। বিজয়ের চেতনায় এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায়।

মাদারীপুর জেলার শিবচর থেকে পতাকা বিক্রি করতে আসা রিপন বাংলানিউজকে বলেন, বিজয় দিবসের সময় সবাই পতাকা কেনে। এ সময় এ ব্যবসা ভালো হয়। এ ব্যবসা এবারও ভালো হচ্ছে। ৫ দিনের জন্য তিনি এ ব্যবসায় নেমেছেন। ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতারা বলেন, বিজয়ের মাসে বাড়ির ছাদ ও গাড়ির সামনে জাতীয় পতাকা টানিয়ে রাখেন অনেকেই। ১৬ ডিসেম্বর সব অফিস ও প্রতিষ্ঠানেও উড়ানো হয় জাতীয় পতাকা। বিজয়ের মাসে জাতীয় পতাকার চাহিদা থাকে বেশি। তাই বিজয়ের মাসকে ঘিরে প্রায় সবাই কিনছেন জাতীয় পতাকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।