ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে শিশুকে গলাটিপে হত্যা, মা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
সিলেটে শিশুকে গলাটিপে হত্যা, মা আটক আটক নাজনীন জাহান।

সিলেট: সিলেটে সাবিহা হোসেন (দেড় বছর) নামে দেড় বছরের এক শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনার পর মা নাজনীন জাহানকে (২৮) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করলে তাকে আটক দেখায় পুলিশ।



বুধবার দুপুর ১২টার দিকে সিলেট শহরতলীর মেজরটিলা নিপবন আবাসিক এলাকায় আজাদ মঞ্জিলে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাবিহা কাতার প্রবাসী সাব্বির হোসেনের মেয়ে। আটক নারী স্থানীয় স্কলাসটিকা হোম স্কুলে শিক্ষকতা করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই নারী থানায় আত্মসমর্পণ করেন। এরপর তার দেড় বছরের সন্তানকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। ওই নারী জানিয়েছেন তার স্বামী প্রবাসে থাকেন। স্বামীর সঙ্গে কলহের জের ধরে নিজের সন্তানকে হত্যা করেছেন তিনি।  চার দিন আগে তার স্বামী কাতার থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর পরকীয়ার জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া বাধে। এরই জের ধরে একমাত্র কন্যা সাবিহাকে গলাটিপে হত্যা করেন নাজনীন। পরে শিশুটিকে তার বাবা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সিলেট মহানগর শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনাটি জানার পর তিনি ওই বাসায় যান। এ বিষয়ে তিনি বিস্তারিত খবর নিচ্ছেন।

এদিকে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।