ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রম অধিদপ্তরে নতুন ডিজি, জীবন বীমায় এমডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
শ্রম অধিদপ্তরে নতুন ডিজি, জীবন বীমায় এমডি

ঢাকা: শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং জীবন বীমা কর্পোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। এর আগে গত ৬ জানুয়ারি শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।

জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তারকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (অতিরিক্ত সচিব) মো. গোলাম ফারুককে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।