ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুরের ৫ রুশ নাগরিকের মরদেহ রাশিয়া পাঠানো হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
রূপপুরের ৫ রুশ নাগরিকের মরদেহ রাশিয়া পাঠানো হবে ...

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মারা যাওয়া ৫ রুশ নাগরিকের মরদেহ রাশিয়া পাঠানো হবে। ঢাকার রাশিয়ার দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দূতাবাস ৯ ফেব্রুয়ারি এক বার্তায় জানায়, গত ২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৫ রুশ নাগরিক মারা গেছেন। তাদের মরদেহ রাশিয়া পাঠানো হবে।

মারা যাওয়া নাগরিকদের মরদেহ মেডিক্যাল পরীক্ষাধীন। তবে তথ্য উপাত্ত অনুযায়ী এসব নাগরিকের মৃত্যু কোনো ধরনের সহিংসতা বা কর্মক্ষেত্রে হয়নি। তাদের মরদেহ রাশিয়া পাঠানোর বিষয় প্রক্রিয়াধীন।

মৃত ৫ রুশ নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়ার দূতাবাস।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।