ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ভোট কেন্দ্র থেকে ভুয়া র‍্যাব আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
কেরানীগঞ্জে ভোট কেন্দ্র থেকে ভুয়া র‍্যাব আটক

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালীন সময় কেন্দ্রে প্রভাব বিস্তার করতে এসে খেলনা পিস্তলসহ আটক হয়েছে এক ভুয়া র‍্যাব সদস্য।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলমারচর কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো আরিয়ান (৩০)। সে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, আমরা তারানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলমারচর কেন্দ্রে টহলে গিয়ে এক ব্যক্তিকে  অস্বাভাবিক ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে একটি খেলনা পিস্তল, একটি র‍্যাবের ভুয়া আইডি কার্ড ও একটি ছোট মোবাইল পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।