ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দু’পক্ষের সংঘর্ষ, পুরুষ শূন্য শ্রীপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
দু’পক্ষের সংঘর্ষ, পুরুষ শূন্য শ্রীপুর

মাগুরা: ‘বাড়িঘরে পুরুষ-ছেলে কেউ নেই। আমরা কয়েকজন মহিলা ছোট বাচ্চাকাচ্চা নিয়ে বাড়িতে পড়ে আছি।

এমনভাবে ভাঙচুর করেছে, ঘরের বেড়া একেবারে আলগা করে ফেলিছে। মেয়ে-ছেলে নিয়ে এখন আমাগের কোনো নিরাপত্তা নেই। ’

আতঙ্কের ছাপ মুখে নিয়ে কথাগুলো বলছিলেন ৭৫ বছর বয়সী সুফিয়া বেগম। সুফিয়া বেগম মাগুরার শ্রীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মৃত আবুল শেখের স্ত্রী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা চরগোলা পাড়া ও সাহেব পাড়া গ্রামে গিয়ে কোন পুরুষ লোকের দেখা মেলেনি। তবে পুরো এলাকা এখন পুলিশ পাহারা দিচ্ছে।

গত বুধবার (৯ ফেব্রুয়ারি) মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়াল পাড়া ও সাহেবপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সেখানে ৩৭টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পর সুফিয়া বেগমের মতো অনেক নারী ও শিশু কন্যা এখন পুরুষ লোক ছাড়া বাড়িতে নিরাপত্তাহীনতার মধ্যে রাত্রিযাপন করছেন। পুরো গ্রামজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাহেবপাড়া গ্রামের উজির শেখের স্ত্রী আমেনা বেগম বাংলানিউজকে বলেন, ‘আমার ঘরে কিছু নেই। সব ভেঙে চুরে ফেলেছে। বিটা ছেলে কেউ বাড়ি নেই। কোলের ছোট মনিডা নিয়ে ভয়তি ভয়তি বাড়ি আছি। ’

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত রায় বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আহত জাহাঙ্গীরের ভাই আলমগীর শেখ একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।