ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেশি দামে পণ্য বিক্রি, রায়পুরে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
বেশি দামে পণ্য বিক্রি, রায়পুরে ৬ ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর: অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে ছয়জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে রায়পুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বাংলানিউজকে জানান, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দুপুরে রায়পুর বাজারে কাঁচা পণ্য, ফল ও মুদি দোকানে পৃথক অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে কৃষি বিপণন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন ও রায়পুর থানা পুলিশ সহযোগিতা করেন।  

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও অঞ্জন দাশ

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।