ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ঝালকাঠিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮-এর সদস্যরা।  

শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানি মো. আব্দুল্লাহ নলছিটি থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম (৩৪) ও কুমিল্লা জেলার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুই পোটলায় ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে র‌্যাবের একটি টিম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।