ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
সালথায় সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, ওই এলাকায় কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

তাইতো সংঘর্ষ নিরসনে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

এর আগে, গতকাল বুধবার (২০ এপ্রিল) রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে দফায় সংঘর্ষ-ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২০টি বসতঘর ভাঙচুর করা হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।