ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১১, ২০২২
নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় শান্তনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১১ মে) সকালের দিকে উপজেলার লস্করপুর সরদারপাড়া মহল্লার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

শান্তনা ওই মহল্লার রতন আলীর স্ত্রী।  

জানা গেছে, নিহতের স্বামী রতন আলী স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (১০ মে) রাতে খাবার খেয়ে আড়তে চলে যান তিনি। বুধবার সকালে বাড়িতে এসে নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে শান্তনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি থানায় খবর দেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।