ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়েলের আগুনে পুড়লো বাবা-ছেলের স্বপ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
কয়েলের আগুনে পুড়লো বাবা-ছেলের স্বপ্ন

গাইবান্ধা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েলের আগুনে গোয়াল ঘরে থাকা ৪টি গরুসহ পুড়েছে বাবা-ছেলের কষ্টে সাজানো স্বপ্নের সংসার। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

শনিবার (১৪ মে)  ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

ক্ষতিগ্রস্তরা হলেন-  ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে সাহাজুল ইসলাম ও তার ছেলে আলম মিয়া।

  সাহাজুল ইসলাম জানান, ভোরে হঠাৎ করে তাদের দুটি গোয়াল ঘরে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়াল ঘরে থাকা ৪টি গরুসহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, গোয়ালা ঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আরিফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৪ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।