ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. রবিউল্লাহ (৪৬) ও মো. শিমুল মিয়া (৩৪) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১৮ জুন) দিনগত রাতে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক মাদকবিক্রেতারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ফুলবাড়িয়া এলাকার মৃত ওসমান গণির ছেলে মো. রবিউল্লাহ (৪৬) এবং একই জেলা ও উপজেলার মাছিহাতা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শিমুল মিয়া (৩৪)।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুন) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় একটি প্রাইভেটকারসহ মাদকবিক্রেতা মো. রবিউল্লাহ ও মো. শিমুল মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার টাকা ও প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।  

র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং আটক মাদকবিক্রেতা মো. রবিউল্লাহ ও মো. শিমুল মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ১৯ জুন, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।