ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে জমিতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
দিনাজপুরে জমিতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

দিনাজপুর: দিনাজপুর সদরে ফসলের জমি থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২০ জুন) সকালে দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের জামালপুর বোর্ডেরহাট এলাকায় এক ধানের জমিতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে প্রথমে কোতয়ালী থানা পুলিশ ও পরে সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এদিন দুপুর পর্যন্ত মরদেহটি উদ্ধার করা হয়নি।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে জমিতে হালচাষ করতে গিয়ে মরদেহটি দেখতে পান এক কৃষক। পরে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর হবে। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত যুবকের শরীরে কালো রঙের ফুল প্যান্ট ও কালো-লাল প্রিন্টের হাফ শাট পরা ছিল। নিহতের গলার ডান পাশে ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও থেকে সিআইডির ক্রাইমসিনের গাড়ি আসছে। তারা আসলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।